জননী, আর কতই দেখবো
তোমার চখের জল।
নির্লজ্জ বেহায়া আমি
নাই হৃদে বল।
.
তুমি চাও সংসারে শান্তি
করি আমি শুধুই ভ্রান্তি।
সুখের স্বর্গ সাজাও তুমি,
হেথায় ডালি দুঃখের ক্লান্তি।
.
আশা তোমার মাছে ভাতে
থাকবে বিন্দু সুখে।
সেথায় আমি বাধায় গোলমাল
কষ্ট দেই বুকে।
.
কর্মহীনা ছেলে তোমার
নাই হৃদে বল।
সুখের আশা কতোই করবা
ফেলে চোখের জল।
.
খুঁজে পাই না সোনার হরিণ,
মনে অসীম ভয়।
বেকারত্ব খাচ্ছে গিলে-
হচ্ছে জীবন ক্ষয়।


রচনাকাল - ২০/০৭/২০২২
স্থান - পশ্চিম থুরী, মেলান্দহ, জামালপুর।