ওগো মেয়ে বন্ধু হবে?
হবে নাকি সুখের আলো।
হেসে খেলে ঘুরবো মোরা
বাসবো তোমায় ভালো।
.
রক্ত বরন আলতা দেবো;
আরো লাল শাড়ি।
নানা রঙের চুড়ি দিবো,
আসলে আমার বাড়ি।