ঋণের দায়ে জ্বালা গায়ে ঘুমে নাহি ধরে
আনবো সুখ কেমন করে,
মা তোমার ভাঙা ঘরে।
.
পরিশ্রমের পারিশ্রমিক কতটুকুই বা পাই!
দেনার টাকা দিতে গিয়ে সেটুকুও হারায়।
.
মনে বড়ই স্বাদ জাগে মা,
দেখতে তোমার হাসি
সে আশায় যাচ্ছি খেটে আমি দিবানিশি।
.
মাসের শুরু ভাবি যে মা কিনবো তোমার শাড়ী
মাসের শেষে আসে হেঁসে পাওনাদারের গাড়ী
.
বেতন পেয়ে ভাবি যে মা
ঋণকে করবো শেষ।
আসল থাকে বহু দূরে
লাভের অংশেই শেষ।
.
চাহিদা মাফিক হয় না মা, আমার তেমন কামায়।
কেমন করে দিমু যোগান ভাবিয়া নাহি পাই
.
ফকির খায়রুল কেঁদে বলে, মাগো তোমার তরে।
সুখের দেখা দিবে কী রব গেলে আমি মরে!
.............
উৎসর্গ : মাগো তোমার দু'টি পায়ে