বৃষ্টি আপু , বর্ষা আপু
এসেছে সেই কবে।
বন্যা আপু মান করে আর
কতদিন হায় রবে!

তার যে আর মানছে না মন
এসেই দাওয়াত খাবে।
কৃষি ফসল ভোজন শেষে
তবেই ফিরে যাবে।

গরিব লোকের মায়ার বসত
করবে সে তা নষ্ট,
কৃষক-স্বপ্ন ভাংচুর করে
দেবে মনে কষ্ট।

.
রচনাকাল : ১৬ জুলাই, ২০২০
সময় : ১১.১৮ (AM)