ভুলে গেছো, চলে গেছ;
আমায় ফেলে একা।
কি অপরাধ ছিলো আমার
হয়ে গেলি তুই বেকা।

অভিনয় তোর দারুণ হলো;
আমায় বোকা পেয়ে।
আমি না হয় বিশ্বাস করে,
তোর গুণগান গেছি গেয়ে।

বলেছিলি দু'হাত ধরে,
পাশে থাকবি জীবন ভরে
এখন কেন এমন হলি,
ছেড়ে গেলি কোন বা ডরে।

ভালো থাকিস বেইমান তুই,
অন্য জনের  বুকে।
আমি না হয় ভুলে যাব;
নিকটিনের সুখে।

তোর মত নয় রে বেঈমান;
নিকটিনের নেশা।
দিবানিশি কাঁদায় আমায়,
তোর মিশে মায়ার পেশা।

তুই বড় নিষ্ঠুর বেঈমান,
অভিনয়ে নিষ্পাপ খোকা!
বিশ্বাস করে তোকে আজ,
হলাম আমি বোকা।


------
রচনাকাল: ০৮-০৫-২০২০
ভোর: ৪.৩০ মিনিট