উদ্যোগ তোমার জিবনের তরে,
শিক্ষার আলো জ্বালাবে তুমি–
মানবের ঘরে।
মান্নান তুমি মহান,
তোমাকে জানায় হাজার সালাম।
তোমার কীর্তিতেই আজ-
আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের জয় গান।
ছোটো বাগানে আনন্দের হাঁড়ি,
মান্নান তোমারি নামে বিদ্যালয়টা–
আজ মোদের ব'লেই জানি।
প্রভুর চাওয়ায় এলে মোদের মাজে,
মান্নান তুমি স্মরণীয় থাকবে।
বসন্তের সেই কোকিল ডাকে ; কুহু–
শিক্ষার্থীর জিবন তোমার কীর্তিতেই শুরু।
মান্নান–
তুমি মোদের পাঠাভ্যাসের ;
সেই প্রথম স্বরবর্ণ।
তোমার কারনে আজ–
বেকুব শিশু শিখচ্ছে অ,আ।
মান্নান –
তুমি না থাকলে আজ হয়তো–
আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়টা;
রূপকথার গল্প।
তুমি মোদের অহংকার ;
জানায় তোমাকে হাজার সালাম।
প্রার্থনা মোদের অধিপতির প্রতি,
মান্নান হও তুমি জান্নাতবাসী।
[ বি:দ্র: কবিতাটি_আদ্রা, মেলান্দহ,জামালপুর জেলায় অবস্থিত আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মান্নান সাহেবের প্রতি উৎসর্গ ]