গীতিকবিতা : বেশ্যার দোকান খুলেছে
গীতিকবি : ফকির খায়রুল
স্থান : নবাবপুর, পুরান ঢাকা
প্রেম লীলায় প্রাণ সখী বেশ্যার দোকান খুলেছে
টাকার লোভে বেঈমানটা নাকি গতর বেচেছে
হায় রে, প্রেমের নামে সখী নাকি বেশ্যা সেজেছে
সোনার জীবন নষ্ট করলি হইয়া পাষাণী
আগে তো বুঝি নাইরে তুই হবি কামিনী
শত নাগরের মনের আশা সখী মিটাইছে
আধার ছাড়া চন্দ্র যেমন হয় মূল্যহীন
তিলে তিলে যাবো মরে সখী তুই বিহীন
কষ্ট দিয়া গেলি চইলা কইরা কুরীতি
আমি বোকা বুঝি নাই তোর মিথ্যা পিরীতি
খায়রুলে হায় তোর মায়াতে জিন্দা মরেছে