তোমার দুখে কাঁদি মা গো
তোমার সুখে হাসি।
তুমি আমার মা জননী
স্বর্গ সুখের হাসি।
.
তুমি কাঁদলে খোদা কাঁদে,
তোমার সুখে হাসে।
তোমার দুখে খোদার আরশ,
কষ্টের বানে ভাসে।
.
তোমার কোলে মাথা রেখে,
হলাম আমি বড়।
শিক্ষক হয়ে মা গো তুমি,
নতুন রূপে গড়।
.
তুমি আমার সুখের প্রদীপ,
তুমি আমার সব।
বেহেশ তোমার চরণ তলে,
তোমার মাঝেই  রব।
.
তোমার চরণ তলে মা গো,
দিও মোরে ঠাই।
ইহকালে তোমার সেবা
করে যেতে চাই।
.
মা গো তুমি পরকালে,
জান্নাত ঘরের চাবি।
রোজ হাশরে দিয়ো দেখা,
খোদার নিকট দাবি।
.
নিজের চিন্তা বর্জন করে
দিয়েছ মা; অন্ন।
তোমার সেবা করতে পারলে,
হবে জীবন ধন্য।
.
তুমি আমার সকল আশা,
তুমি আমার জীবন।
তোমার জন্য হাসি মুখে,
বরণ করব মরন।

...
রচনাকাল : ২৭ জুলাই, ২০২০
সময় :  ১১.৫৭ (PM)