মুখের বলি ফুটলো যখন,
শিখলাম বর্ণমালা।
সে তো খাঁটি রক্তে লেখা
আমার বাংলা ভাষা।
.
মায়ের কণ্ঠে মধুর সুরে
শিখেছি স্বরবর্ণ।
জীবন দিতেও প্রস্তুত মোরা
বাংলা ভাষার জন্য।
.
বিশ্বে প্রথম ভাষার জন্য
বাঙালি দিয়েছে প্রাণ।
তাদের স্মৃতি,প্রভাতফেরি
গাইছে একুশের গান।
.
সেই দিন যারা হাসি মুখে
মৃত্যুকে করলো বরণ
ফেব্রুয়ারীর একুশ তারিখ
করছি তাদের স্মরণ।
রচনাকাল: ১৯/০২/২২ইং (9AM)