দূর থেকে দূরে যায়
সবাই কাজের উদ্দেশ্যে,
ট্রেনে একটু সিট পাওয়ার জন্য
বেরিয়ে পড়ি নিমেষে।
যেমন বাসে উঠে যাওয়ার জন্য
সবাই দেয় ভাড়া,
ট্রেনে উঠে টিকিট না থাকলে
টিটিদের পড়বে হাতসারা।
গন্তব্যস্থলে পৌছানোর জন্য
ট্রেনে সময় কাটাতে হয় ঘন্টার পর ঘন্টা,
সেই মূহুর্তে আমার মনে হয়
শেষ আমার অবস্থা।
অবস্থা যেমনই থাক
অনুভব হয় অনেক ক্লান্তি,
ছোট্ট একটা কাজের দরুন
পাশের যাত্রীরা অনেক ধরে ভুলভ্রান্তি।
ট্রেনে যাও বা বাসে
থাকে অনেক কষ্ট,
আমার মনে হয় কোথাও
যাওয়ার জন্য হাঁটা টায় শ্রেষ্ঠ।.......