যেমন দিন শেষে রাত হয়
রাত শেষে দিন,
জীবনে যত কিছুই কর
পাবে না সন্তুষ্টের রঙিন।
পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘোরে
এটা চিরকাল সত্য,
সমাজে যে সহজ, সরল ব্যবহার করে
সে পায় না সঠিক বিচারের কথ্য।
বরফ থেকে জল হয় বেশি
উষ্ণতা দিলে,
একটু স্বার্থপর না হলে
সমাজে মরবে তিলে তিলে।
শীত শেষে আসে বসন্ত;
বসন্ত শেষে গ্ৰ্যীষ্ম,
খারাপ মানুষের প্রভাবে
ধীরে ধীরে হচ্ছে ভাল মানুষ নিঃস্ব।
সবশেষে প্রমাণ হল
সোজার থেকে বাঁকা হওয়া ভাল,
হোও না একটু মানুষের মনে কালো
জীবনে কিছু করতে হলে এইভাবেই এগিয়ে চলো;
চল! চল! চল!