খাতা চায় কলম
কলম চায় খাতা,
মানুষ বলে নাকি লেখার জন্য
কলমই সর্বশ্রেষ্ঠ মাথা।
হে কলম! তুমি কত লিখেছো
ইতিহাস, কত কাহিনী;
তোমার মত শ্রেষ্ঠ লেখক
এ জীবনে আর পাই নি।
কলমের আঁচরে সৃষ্টি করে
খাঁতার ব্যাথা,তারপর খাতা বলে;
হে কলম লেখার পরে
ঘুরবে তোমার মাথা।
হে খাতা! হে কলম!
বন্ধ কর তোমাদের তর্ক,
সৃষ্টি কর যুক্তি;আজীবন
তোমাদের সম্পর্ক পানতোয়ার থেকেও মিষ্টি।