গ্ৰাম্য কালে লুকিয়ে থাকত নানান কালের গল্প
থাকত আরো বিনোদন;
সবকিছু নিয়ে যখনই মানিয়ে উঠত
শেষে মনে হত সময় যেন পড়ল কম।

সময় কম মনে হলেও পেতাম অনেক তৃপ্তি
বন্ধুরা মিলে যা কিছু করতাম;
প্রত্যেকের উদ্দেশ্য ছিল সবশেষে
সবার যেন পায় আত্মা শান্তি।

গ্ৰামের মাটিতে লুটিয়ে আছে জীবনের আসল রুপ
আরো আছে শান্তির পরশ;
গ্ৰামের লোকেদের ক্ষেত্রে গ্ৰাম ছারা
তাদের জীবন পুরাপুরি নিরস।

গ্ৰামের সন্ধ্যায় পাখির কিচিরমিচির
মন ভরে যায় সুরে;
কাজ শেষে পরিশ্রমী কৃষক সন্ধ্যায়
ফিরত বাড়ি ধীরে ধীরে।

যতই তুমি চিনে নাও শহর
গ্ৰাম চিরকালই মানুষের আবেগ;
গ্ৰাম ছারা মানুষের জীবন
সন্ধ্যার যেন এক ব্যাস্ততম মদের ঠেক।