ছায়া জলে পড়ছে আভা
দিচ্ছে হাওয়ার মতো নাড়া ,
রাত ভোর জাগছে অসুখ
মিলছে না সুখের আশা।

ভালো লাগা সব তোমার স্বরে
খারাপ লাগা সব স্মৃতিতে,
ব্যাকুল হয়ে কাঁদছে পাখি
রঙিন হয়ে উঠছে তোমার ঝুঁকিতে।

কোলাহল তুমি বুঝিয়ে দিয়েছো
নিস্তব্ধতায় দিয়েছো তুমি ফাঁকি,
কারণ অকারণে রেখেছো অভিমান
মধ্যরাতে গল্পের মত কল্পনায় তবুও তোমার ছবি আঁকি।