বন্ধুত্ব একটা এমন সম্পর্ক
যেন জ্যোৎস্না রাতের চাঁদ,
সবাই মিলে এক থাকলে
হবে সমস্যার খাঁদের ব্যাঘাত।

একজন ভালো বন্ধু তার আরেক বন্ধুর কঁচু পাতার জল
যেন ভাব থাকে সারা জীবনের মতো গাছের ছায়া,
সুখ দুঃখ সময়ে বোঝা যায়
প্রকৃত বন্ধুর মায়া।

মায়া যেন সমুদ্রের মতো গভীর
আকাশের মতো অন্তহীন,
একজনের রক্ত ঝরলে অপরজন
দুঃখের মাধ্যমে বোঝাবে তার রক্ত  কতটা শখীন।

আনন্দের সময় তৈরি করে স্বপ্ন
দুঃখের সময় তৈরি করে ব্যাঘাত,
বিশ্বাস এবং ভালোবাসার সেখানে থাকে না কোন অভাব
এ সবই তো প্রকৃত বন্ধুর স্বভাব।

আমি ভালোবাসি খোলা মানুষের মনের বন্ধু হতে
ভালোবাসি  ভাগ নিতে তার মনের ব্যথা,
যদিও মনে হয় সহজে আমি পারিনা মিশতে
পারিনা বোঝাতে মনের কথা।