নির্জন সেই রাত
হাতে pocom4pro, ছিল বেশ ঠান্ডা
যখনই আসে একটা sms
চালু হয়ে যায় সেই গানটা।
গান মানে তেমন কিছু নয়
ছোট্ট একটা কথোপকথন,
দিন শেষে আমার মনে হয়
ফালতু সারাজীবন।
জীবন মানে তেমন কিছু নয়
ছোট্ট একটা কাহিনী,
যেখানে আছে একে
অপরের চেনাচিনী।
চেনাচিনী মানে তেমন কিছু নয়
সাধারণ একটা বার্তা,
অবশেষে সেই বলে
নিয়ে যা এক হাড়ি ভর্তা।
কিন্ত;আমি করি মানা
চেনা নেই জানা নেই তুই দিবি ভর্তা,
অবশেষে সেই বলে
এই কথাটা পাল্টা।
সবশেষে প্রমাণ হল
তুই হলি বোকা;আমি বোকাচন্ডী
পাশ থেকে আমার মা বলে
তোর মোবাইলে মারব, password
এর গন্ডি। যা! যা! যা!................