যখন তুমি একলা থাকো
ভাবো আমায় ঘিরে,
ঠিক তখনই যায় হারিয়ে
স্বপ্ন দেখার ভিড়ে।
স্বপ্ন দেশে পায় যে দেখা
উড়নচণ্ডী সেই পাগলী মেয়ে,
যার চোখেতেই হারিয়ে ছিলাম
প্রথম দেখা পেয়ে।
জড়িয়ে ধরো সোহাগ করে
স্বপ্নের আলিঙ্গনে,
প্রেমের তরী আবেগী হয়ে
লাগে আপন মনে।
মুখটি তুলে তুমি বলো
আমি নাকি সব,তোমার সমস্তকিছু,
হাঁটতে চাও ঠিক এভাবেই
আমার ছায়ার পিছু।
© লোকনাথ চক্রবর্তী