ভিজলে গগন মাথার উপর
আঁধার কালো মাঝ রাতে,
নিরবতা জোট পাকিয়ে
গল্প জোড়ে আমার সাথে।
ঘটলো কি আজ!কাল কি ঘটবে?
হিজিবিজির ছায়া ঘোরে,
মাথার ঘিলু ব্যাস্ত হয়ে
শান্ত ঘুম ন্যাস্ত করে।
পায়না যখন আস্তানাটি
এপাশ ওপাশ ঘুরতে থাকি,
লেপ ছড়িয়ে ঘুমটি দিলে,
স্বপ্ন করে তাকাতাকি।
© লোকনাথ চক্রবর্তী