নির্জন যাতনায় যায় বয়ে মনে,
ভাবনার অগ্নি স্রোতধারা।
গুমরে বাঁচার অর্থ নিরুপনে
ভুলে যায় মন,আজ দিতে সাড়া।।
তবু আছে জেগে সে যে,
দিবানিশি চিৎকারে।
হাহাকার বাতাস ওড়াই
বুকের ভিতর জমা শোকের পাহাড়ে!
মাতলা হয়ে ওঠা জোয়ার ,
নেই আজ এই তটে।
ফিরে গেছে রেখে কিছু
রাঙা ছাপ স্মৃতির পটে।।
নীরবে মন চেয়ে রই ,
নীল ধ্রুবর চাহনিতে।
দূর হতে ইচ্ছে জাগে, শুধু
স্পর্শখানি কাছে পেতে।।
© লোকনাথ চক্রবর্তী