দিন যাপনের পাতায় পাতায়
তোমার ফাগুন হাওয়া,
মনের ঘরে প্রতি মুহূর্তে
নীলচে স্মৃতির আসা যাওয়া।

স্পর্শ করে আলতো হাতে
মনের মণিকোঠা,
ঝরে পড়ে মনকেমনের
ভালোলাগার ফোঁটা।

জমিয়ে রাখা আলগোছে প্রেম
উজাড় করে ভালোবেসে,
ধরা পড়ে মনের মানুষ
মনের কিনারায় এসে।