কোথায় স্বাধীন আমার এ দেশ,
কোথায় স্বাধীন নারী,
সমাজে আজও বিরাজমান
কত ধর্ষক আর অত্যাচারী।
হচ্ছে আজ কত মায়ের
নিজের কোল ফাঁকা,
হাজার হাজার স্বপ্ন
যাদের মনে ছিল আঁকা।
লাল রক্তে রঞ্জিত হচ্ছে
জীবন্ত যে কত লাশ,
নৃশংস হত্যাকারীরা নিচ্ছে
প্রাণ,করছে শ্বাসাঘাত।
প্রমাণ লোপাটে ওস্তাদ ওরা
ঢাকছে মুখ মুখোশে,
স্বাধীন দেশের চেতনার ভীত
পড়ছে আজ খোসে।
কোথায় স্বাধীন আমার এ দেশ
নেই যে কোনো বিচার,
হাজার দোষেও নেইকো দোষ
চলছে পাশবিক অত্যাচার।
©Loknath Chakraborty