ঠোঁট ছোঁয়া মুগ্ধতা আসে
তোমার আগমনে ,
বাড়ি ফিরে উঁকি দেয়
ভালো লাগা সংগোপনে।

সারি সারি আবেগ ঝরে
তোমার কাজল কেশ বেয়ে,
জড়িয়ে নেওয়া গোছানো প্রেম
উৎসুক আজ তোমায় পেয়ে।

ইচ্ছে করেই ভুল করে মন
বোকা সাজে নিজে,
আবদারে চাই প্রেম কুড়োতে
মুশলধারা বৃষ্টিতে ভিজে।