*আগলে রাখার মানে জানলে*

আগলে রাখার জানলে মানে,
কাছে আমায় টানতে --
দুহাত ভোরে সামনে তুমি,
প্রেম কুড়িয়ে আনতে।

আগলে রাখার জানলে মানে,
যেতে না তুমি ছেড়ে।
বসতে পাশে শীত-সকালে,
মাদুর খানি পেড়ে।।

গল্প হতো তোমায় নিয়ে,
কখনো বা খুনসুটি ।
উড়তো হাওয়ায় স্বপ্ন নিয়ে,
মোদের মন দুটি।।

আগলে রাখার জানলে মানে
শত অভিমানেও,ফিরে তুমি আসতে।
মেঘলা চোখে তাকিয়ে আবার,
আমায় ভালোবাসতে।।

আগলে রাখার জানলে মানে
পড়তো তোমার মনে।
কেউ একদিন ভালোবেসে,
হেঁটেছিল তোমারই সনে।।

© লোকনাথ চক্রবর্তী