মা তুমি কথার কথা ব্যাখ্যা যার ওজন,
বিশ্ব মাঝে সবার ভাজে মা-ই সেরা স্বজন।
মা তুমি খোদার সৃষ্টি সেরা সোনার ধন,
শত দুঃখে ক্লান্ত হয়না মা তোমার মন।।
মা আমার সুখের আশা প্রাণের স্পন্দন,
মা তুমি সেরার সেরা আপন-চির বন্ধন।
মা তুমি জ্বলেপুরা নিত্যচাঁদের হাসি,
মা তোমায় ব্যস্ত হয়ে শুধুই ভালোবাসি।।
মা তুমি নামে নয় গুণে যার পতা,
মা তোমায় জড়িয়ে ধরে ঘুচে হৃদয় ব্যাথা।
মা তুমি জন্ম দিলে কত শিশু ফুলে,
মা তোমায় ভূলে যায় নারীরমণী পেলে।।
শব্দ= পতা-ঠিকানা।