কহিল কবির স্ত্রীঃ
মাইলের পর মাইল, শূন্যঘাট ‘সবুজ পারের নদী!
কহিল কবিঃ
শত শতাব্দির পুরনো সেইখানে, একটা ‘বটবৃক্ষ থাকিত যদি!!
ক্লান্তি এলে নেয়া যেত সুখের স্নান,
ভরে যেত মন, ভরে যেন গভীর প্রাণ।
কবি আর কবির স্ত্রী করিতে লাগিল উপলব্দি,
আহা! জীবনের এই স্বাদ, ফুরাতো না ‘মৃত্যুতে যদি।।