আমার একটা মন ছিলো তোমায় দিয়েছিলেম,
বিনিময়ে তোমার কাছ থেকে ‘তোমার মন পেলেম।
আদর করে তুমি আমায় নিয়েছিলে তোমার ঘরে,
সোহাগ টুকু বিলিয়ে দিলে আপন সুখ ভরে।
এতো সুখ কারও কাছ থেকে পাইনি আমি কখনো,
তোমার প্রেমের আদরে ‘আমি বেঁচে আছি এখনো।
রাত্রিবেলা চাঁদনী হাতে ‘তুমি আমার পাশে আস,
স্বার্থহীনে তুমি প্রিয়া আমায় শুধু ‘অনেক ভালবাস।।
আমি ছিলেম শূন্য, মেঘলা আকাশে ছিল এ জীবন চূর্ণ,
তুমি এনে দিলে চাঁদ, তারার ঝাঁকে ঝাঁকে করলে পূর্ণ।
আমি ছিলেম ফুল, ঘ্রাণহীনে আমার শরীর ছিল অবুঝ,
তুমি এনে দিলে প্রাণ, তোমার ঘ্রাণে জীবন হয়ে গেলো সবুজ।
আমি ছিলেম সুর, বেতাল ছিল আমার অবেলার সকল সুর,
তুমি এনে দিলে ভোর, আমার বেতাল সে সুর ‘হল সুমধুর।
আমি ছিলেম রৌদ, উত্তাপে আমার ঝড়ঝড়িতো ছিলো কায়া,
তুমি ঘজায় দিলে বৃক্ষ, শীতাতপ করে এনে দিলে বনানীর ছায়া।।
অবশেষে তোমার সুখরঙের প্রেম, আমায় দিল সুকোমল আশা,
ভালবাসা ভালোবেসে তোমায় নিয়ে বাঁধলাম সুখরঞ্জিত বাসা।
এই পৃথিবীতে যতো আছে ইতিহাস গড়া প্রেমে,
তোমার আমার প্রেম ‘রবে বাঁধা একটা ফ্রেমে।
ছোট্র ক'টি ছেলে পোলে হবে ‘আমরা সুখে তেলেসমাত,
তোমার আমার সংসার হবে ‘খোদার সৃষ্টি জান্নাত।।