এক-কেন্দ্রাভিমুখী সময়।
প্রতিনিয়ত ঈশ্বর এবং "প্রণরেনী"
লড়ে যাচ্ছে আমার জন্যে।
আমি থাকি চাঁদের গর্ভে
আমাকে পাওয়ার লোভে ছুঁইছুঁই করে যায়।
আমি কতোটা ঈশ্বরের প্রেমের!
কতোটা প্রণরেনীর হৃদসংগমে আছি বা ছিলাম !
তাহলে আমি কার ?
- এ নিয়েই রোজ যুদ্ধ চলে মেঘে মেঘে,
চৈত্রের থেকে বৈশাখের ...
প্রণরেনী আমার নিউক্লিয়াসের কুসুম ,
শরীরে এখনো তার চামড়া লেগে আছে ।
ঈশ্বর !
-মা বলতো পেটে । ক্ষুধার অগ্নিকুণ্ডে সেঁকা রুটি !
প্রতিধ্বনি ফিরে আসে, আমি কার ?
পেটে ঈশ্বরের বাড়াবাড়ি।
কতোদিন আর
ভালোবাসা যায় তোমাকে
প্রণরেনী?