আশারা উড়ে যায় ঝড়ো হাওয়ায়,
থাকে শুধু নিরাশা ;শূন্য হৃদয়।
কত দিন কত রাতে
হেঁটেছি ভুল পথে,
ভাবি একা নিরালায়,
সময় তো বয়ে যায়,
থাকে শুধু নিরাশা;শূন্য হৃদয়।
কত ছিল আশা মোর
না বলা ভাষা মোর,
হয়ে গেল এলোমেলো,
মেঘের পর মেঘ এলো।
তবুও আমি মানিনি হার;
এই তো বিধাতার উপহার,
হয়ত এ শূন্যতা পাবে কভু পূর্ণতা
কোন এক কালে তা
হার আমি মানব না,
না না কিছুতেই না।
ভীরুরা হেরে গেলে
কভু আর হাঁটে না,
তাই তাদের কপালে
রাজটিকা ফুটে না।
আমি তো ভীরু নই
যদি বা বিফল হই।
আকাশের প্রান্তে গিয়ে
রংধনু ছোঁব আমি,
সাগরে ডুব দিয়ে
মুক্তো তুলব আমি।
হাজার বছর ধরে
করব আমি চেষ্টা,
মিটবে কোন এক কালে
সুমিষ্ট নদী জলে তেষ্টা।
তাই,চিবুকের ভাঁজে
আটকে থাকা জলের মত
একটুকরো ভালোবাসা
তোমাকে দিলাম ।
আঙুলের ডগায় তুলে দেখো ,
জড়িয়ে আছে ঝুরো স্বপ্ন আর
হঠাৎ পাওয়া অবকাশ...