একটু একটু করে নিজেকে গুটিয়ে নিচ্ছি...
খোলা জানালায় সন্ধ্যা নামছে আবার।
অন্ধকারের দিকেই দুহাত বাড়িয়ে দিলাম...
জেনেছি, অনিচ্ছার আরো এক নাম বন্ধ দ্বার।
অবাঞ্ছিত ভাবে আলোর ঠিকানা চাইনা...
চাঁদ উঠুক অন্য কোথাও, এখানে উপবাস।
ছেঁড়া পর্দা দিয়ে মুখে আড়াল টানার খেলায়...
কৃষ্ণপক্ষে নিজেরই ছায়া, আপন গভীরে রাত।
একটু একটু করে সমস্ত ঋণও মিটিয়ে দিচ্ছি...
ধৈর্য্য রাখিস, যদিও তুঙ্গে তোর সুদের কারবার।
চড়া সুদেই তোকে ভালোবাসার দামটা মেটাবো...
যতোটা পারিস নিয়ে যাস, সুযোগ কিন্তু একবার।
অবাক করা তাচ্ছিল্যে আমায় ছুঁড়ে ফেলে দিয়ে গেলি...
ভালো থাকিস তুই, আর বেঁচে থাক তোর দামী অহংকার।
পোড়াতে তো সময়ও নিসনি, শুধু জ্বলনটা থাকবে আমরণ...
অ্যালকোহল আর নিকোটিনের মিশেলে মরবো বারংবার ॥