ডাক্তার নয় বীর তারা
লুৎফুল খবীর রাউফু

লড়ছে তারা বীরে মতো মানব সন্তান,
নিজের জীবন ঝুঁকিতে ফেলে লড়ছে আপ্রাণ।
সুখ-শান্তি সব ফেলেছে জলে বিদায় বিশ্রাম,
ভোরের আকাশে সূর্য উঠে দেখে শত শত মৃত প্রাণ,
লাশের শহরে মানব প্রহরী পেয়েছে আজ বীরের সম্মান।
মাতা-পিতা,পুত্র-কন্যা আজ কাছে নেই পরিবার,
সবকিছু ভুলে তারা করছে সেবা মানবতার।
প্রতিনিয়ত বিসর্জন দিচ্ছে নিজেকে,
মানব সেবাই ধর্ম তাদের জয় আনতে হবে ছিনিয়ে।
তারা বুঝে না হিন্দু বুঝে না মুসলিম,
এক ছাঁদের তলায় তারা কাঁটাচ্ছে রাত্রি-দিন।
অন্তীম সময়ের অপেক্ষায় তারা গুণছে প্রতি প্রহর,
নিশ্চয়ই তারা জয়ী হবে হাঁসবে মানবের সাজানো শহর।
বীরের ত্যাগে গুছবে জরা,
আবারো জিতবে মানবতা।
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই,
মানুষের জন্য প্রাণ দিতে মানুষই আগোয়ান।
লাশের শহরে গেয়েছে যারা মানবতার জয় গান,
ডাক্তার নয় বীর তারা জানাই লাল সালাম।