ঘুমন্ত দেহে আমি স্বপ্ন বিভোর,
প্রেমময় আলো-ছায়া বাঁজে নুপুর ৷
স্মৃতির মলাটে জমা জলের কণা,
না বলা কথা সব কাব্যের আয়না ৷
চড়ুই শালিক গায় গাছের ডালে,
কবুতর প্রিয় তাই আদর মাখে ৷
নীল বুঝি ভালো লাগে চাঁদর গায়ে,
ভালোবাসা দূরে থাক হৃদয় কোণে ৷
সাহসী তবুও ভীতুর ছায়া,
কষ্টটা বৃহৎ ভুলে যায় শিকড় মায়া ৷
ভয় হয় যদি কবু-
মেহেদি হাতে বধূ বেশে সাঁজে,
প্রিয় মুখ বারবার ফিরে ফিরে চোখ যায় ভিজে ৷
জলে কণা মলাটে ঘুরে,
ভয় হয় যদি বাগারে ছুঁড়ে ৷
নুপুরের আওয়াজ চেনা সেই ডাক,
ভালোলাগা জমে থাক হৃদয় কোণে ৷
ভয় যদি থাকে থাক সাহসের ভিড়ে,
কবি হয়ে লিখে যাবো প্রিয় মুখ তরে ৷