মন থেকে একটি মেয়েকে ভালোবেসেছিলাম,
আজি পেলাম তার অন্তিম পরিণাম।
সত্যি করে ভালোবাসা যদি অপরাধ হয়!
তবে আজ আমি অপরাধী।
ত্রিকোণ প্রেমের চূড়ান্ত অবনতি ঘটিল,
আর নিঃস্বার্থ ভালোবেসে,আমার পরাজয় হল।
সত্যবাদী আমি,আজ পথভিখারী,
মিথ্যাবাদী সে সবার আভারী।
সে চিরতরে আমারে ধোকা দিল,
জীবনের সকল চাওয়া-পাওয়া হারিয়ে গেল।
তার জীবনের মূল মন্ত্র ছিল টাইম পাস,
আজো মেটেনি তার সেই অভিলাষ।
সে আমার সাথে কেবলই করে গেল ছলনা,
আমি তারে ভালোবেসে আজো খুঁজে চলেছি প্রেমের আস্তানা।
ছলনার কৌশলে তার সুখী জীবন,
ক্রন্দসী আমার বিরহে আজো করিছে ক্রন্দন।
হায়রে ভগবান,এ তোমার কেমন বিচার?
মিথ্যা ব্যতীত,সত্যকে করিলে পরিহার।