যথা নদীর একপার গড়ে,অন্যপার ভাঙ্গে।
তেমনি মানবজীবনে কখনো সুখ-কখনো দুঃখ,
দুয়ের মিলিত রূপ মানজীবন।
আশা-আকাঙ্ক্ষার অজস্র ডালি মিলে মিশে একাকার,
মান-অভিমানে ভরপুর এই জীবন।
ভালোবাসা সেথা এসে করিছে ভিড়,
মাঝে-মাঝে লেগে যায় রাগ আর ক্রোধের ট্রাফিক জাম।
জন্মালে মৃত্যু তো আসিবেই।
অমর তো কেউ রইবে না!!
মানুষ পৃথিবীতে অল্পদিনের ক্রাইদার।
তাই পৃথিবীকে ধংসের দিকে নয়,
উন্নতির দিকে করো প্রেরণ।
সাধের মানব জীবন একবার পেয়েছি,,
জানিনা আর পাবো কি না?
তাই ভালো কিছু করে দেখানোর
জন্মেছে আশা.....।
মানবজীবন তো এক রঙ্গমঞ্চ।
চারিদিকে শুধু অভিনয় আর অভিনয়....।