মৃদু-মৃদু শীতের আগমন।
চারিদিক কুয়াশার
শুভ্র চাঁদরে মোড়া।
উত্তরে হিমালয় থেকে
শীতবুড়ি দিয়েছে দেখা।
কৃষাণ চলে কাস্তে হাতে
কাটতে ধানের গুচ্ছ।
নতুন অন্নে ঘরে-ঘরে
পালিত হবে নবান্ন।
সকালে ঘুম ভাঙলেও,
বিছানা ছেড়ে উঠতে চাই না মন।
মোড়ের চা-দোকানে
ভোর থেকেই জমতে থাকে ভিড়।
জমে ওঠে চায়ের আড্ডা।
গগনে কুয়াশা ভেদ করে
দেখা দিচ্ছে ভানুর লাল আভা।
মন চাই প্রভাতে রোদ্রের
মিষ্টি গন্ধ মাখতে।
দূরে ঐ মাঠে ঝাঁকে-ঝাঁকে
সাদা ফুলের মতো বক নামে।
পরানে লেগেছে হালকা
হিমের পরশ।