ক্রিকেট খেলা সবার সেরা,
দেখতে লাগে ভারী মজা।
বোলার ছুটছে বল হাতে,
ব্যাটসম্যান ঠোকে ব্যাট মাটিতে।
আম্পায়ার সোজা দাঁড়িয়ে আছে,
ক্রিকেট ব্যতীত অন্যদিকে তার নাই তত্ত্বাবধান।
একটি বলে চার রানের দরকার!
কী হয়? কী হয়?
হতে পারে ছক্কা,নাহলে ফক্কা,
হতে পারে চার,নাহলে ক্যাচ।
হঠাৎ উঠে গেল ক্যাচ।
ফিল্ডার ছুটছে বলের নীচে,
দর্শকসহ সবার দৃষ্টি বলের দিকে।
ফিল্ডার ধরিল অনবদ্য ক্যাচ,
আম্পায়ার তুলিল তর্জনী হাত।
একদিকে তখন শোকের ছায়া,
বিপরীত দিকে জয়ের উল্লাস।
তবে আজো অনেক খেলোয়াড় আছে।....
যারা অসাধারণ প্রতিভার অধিকারী,
শুধুমাত্র সুযোগের অভাবে তাদের প্রতিভা অবদমিত।
আজো বহু গ্রামাঞ্চলে খেলাপযুক্ত মাঠ নেই।...
মাঠের অভাবে ছেলে-মেয়েরা
অগাধ শখ ও শরীরচর্চা থেকে বিরত।