তোমাকে নিয়ে লিখবো একটি গান
গিটারের তারে সুর তুলে
তোমার ভেঙ্গে দিব মান-অভিমান।
প্রথম কলিতে লিখবো ভাবছি
তুমি কত আপনজন!
দ্বিতীয় কলিতে লিখবো তোমার
হাঁসিতে জুড়ায় প্রাণ।
তৃতীয় কলি টা হয়ত হবে
একটু বেশি চড়া,
লিখবে যতনে তোমারি আঁখিতে
পরে গেছি আমি যে ধড়া।
চতুর্থ কলিতে তোমাকে বানাবো
মন-রাজ্যের ধন
পঞ্চম কলিতে লিখেই রাখবো
জগত জুড়ে তুমিই সেরা
কেউ নেই তোমার মতন।
ষষ্ট কলিটা লিখতে আমার
হবে অনেক কষ্ট,
শেষ করাটা তো অনেক ব্যথার
মনটা হবে যে বিধস্ত!
তবু, তোমকে নিয়েই লিখবো গান
আমার আপনজন,
গিটারের তারে সুর তুলে
গাব তুমি রয়েছো জুড়ে মন-প্রাণ।