সে ছিল আমার নয়নের মণি,
হৃদ-মন্দিরে ছিল মম তাঁর ছবিখানি।
আবেগে ভরা ছিল সর্ব অঙ্গময়,
তাঁকে ছাড়া জীবন ছিল বিভীষিকাময়।
দেখলে তাঁরে হৃৎপিণ্ডের বেড়ে যেত পাড়,
কপালেতে ছুটত ঘাম, হাঁটু নড়বড়।
বাসতাম তাঁরে এতো ভালো
ভুলে যেতাম সব,
তাঁকে নিয়েই ভাবাটা ছিল আমার স্বভাব।
বলতো সবে আমি নাকি তাঁরি পাগল,
মনটা আমার ছিল সাদা,প্রেমে টলমল।
তারপর হলো কি বলতে চাই না,
মন-পাখি কেন ফাঁকি দিল জানা গেল না।
ভালোবেসে তাঁরে আমি আজও খুঁজি
অন্তরে আছে যে সে, দেখি তাঁরে তখনই
আঁখি দুখানি আমার যখনি বুজি।
ভালোবাসা তো কেবল পাওয়াতেই নয়,
আছেও তো নাকি ভাই বিলায়ে বিলায়ে ;
দিয়ে যাব তাঁরে তাই,
সবটুকু আমার নিংড়ায়ে নিংড়ায়ে।