দরজাটি রেখেছি খোলা
হয়তো আসবে সে সকালের শীতল হাওয়ায়,
পরাণটা আছে অপেক্ষিত
হয়তো আসবে সে বৃষ্টি হয়ে
হয়তো ধুয়ে যাবে আছে যতো
বেদনা-বিরহ, অভিজ্ঞতা তিক্ত।
হাতটা রেখেছি বাড়িয়ে,
হয়তো কোন একদিন
হৃদয়ের জানালা খুলে
স্পর্শ করবে আমায়, পাহাড় পেরিয়ে
সর্ব অভিমান ভুলে।
হয়তো দৃষ্টির কনায় দেখবে সে স্বপ্ন,
ভালোবাসার , বেঁচে থাকার
একত্রে একাকার হয়ে।
আছি আমি তাই, তাঁর অনুভূতি নিয়ে
স্বপ্নটা অনেক বড়, আকাশছোঁয়া যে,
থাকুক না সে বাস্তবে দুরে, আছে সে তবু কাছে
হৃদয় নামক, সযত্নে সুরক্ষিত,
আমারি ছোট্ট স্বপ্ন কুটিরে।