মাঝে মাঝে আমি ভেসে যাই…
ভেসে যাই অনুভুতির সাগরে।

ভেসে যাই নেত্রজলে,
ভেসে যাই আকাশের দিশাহীন পাখির দলে।

ভেসে যাই হংসের দলে,
ভরা বরষায় হিজল তলে।

ভেসে যাই চাঁদের মায়ায়
মিটি মিটি তাঁরার জোছনায়।

ভেসে যাই সকালের শীতল হাওয়ায়,
ভেসে যাই  তোমাকে আপন করে চাওয়ায়।

তোমাতেই ভাসি, তোমাতেই হাসি
তবু তুমি অচেনা,
তোমার নামটা আছে লুকিয়ে হৃদয়ে
তবু সত্যি তোমায় জানা হলোনা।

তুমি আমাতে আছ,
আছি আমিও তোমাতে…
ভালোবাসি তোমাকেই আপনকরে
স্বপ্নে এলে তুমি, কল্পনার তুলিতে তুমি,
আছ সর্বদা,তবু বাস্তবে তোমায় খুজে পাইনা।