পিছনে তাকিয়ে লাভ কি
যদি তা সামনে চলার সাহস না দেয়?
মরার মতো বাঁচায় স্বাদ কি
যদি বাঁচার মতো বেঁচে
স্বপ্ন সব পুরনের আশায়
ছুটে চলা যায়?
যা ছিল তা আজ নেই,
যা হবে তা কে জানে?
যা আছে তা নিয়ে,
সুযোগের নায়ে চড়ে,
জীবন গড়ে তোলা কি শ্রেয় নয়?
বিষমতার অন্ধকারে থেকোনা বন্ধুবর;
জেগে উঠ আজ,
জয়ের সূর্য ডাকছে তোমায়
জীবনের সাথে নিবিড় সমঝোতায়
আপন তুলীতে এঁকে তোল নিজ পরিচয়।