তোমার আবারো
সেই একই বায়না,  
এতদিন ধরে কেন
কবিতা লিখ না?  

নম্র নয়ন চাহনির
উত্তাল অভ্র ইশারায়
ওষ্ঠকোমল প্রলেপ,
এ কি কবিতা নয়?

চুপি চুপি প্রস্থানে
পালানোর বৃথা চেষ্টায়
চুলের মুঠোয় টান,  
এ কি কবিতা নয়?

শালীন শ্যেন শৈলীর
বাধিত বরন ভঙ্গিমায়
চিবুকে রঞ্জন তিলক,  
এ কি কবিতা নয়?  

সতীত্ব ধারার স্রোতে
স্বর্গ  সুখের কামনায়
মোহনায় জলের বান,
এ কি কবিতা নয়?