নতুন ভোরের অলীক আভা
ঘুমভাঙা সূর্যের উকি
দীপ্তিময় ঊষার হাসি
আমি আশায় ও অপেক্ষায়,
একটু দাড়াও
বসন্ত এলো বলে ।
কুয়াশা শিঞ্জিত শিশির
কোমল শিক্ত পৃথিবী
পর্বতসম অবুঝ অভিমানে
তোমার সুনেত্র ভারী,
একটু দাড়াও
বসন্ত এলো বলে ।
উদার আকাশের উদাস মিতালী
নবজন্মা বৃক্ষ পত্রের
সাবলীল সবুজ শুভেচ্ছা
প্রকৃতির চাতক চাহনি,
একটু দাড়াও
বসন্ত এলো বলে ।
যদি যেতে না দেই
তোমার দুহাত ধরে
চিবুক ছোঁয়ে মুছিয়ে দেই
ছল ছল অভিমানী জল,
একটু দাড়াও
বসন্ত এলো বলে ।
যেতে যদি চাও
যাও তবে যাও
যেদিকে যায় চোখ
যেথায় মিলবে সুখ,
তবু একটু দাড়াও
বসন্ত এলো বলে ।
জমে থাকা যতসব
বুকভরা বিক্ষত ক্ষোভ
বিধাতার এ কেমন বিদ্রুপ
রৌদ্রোজ্জ্বল দিনের দোহাই,
একটু দাড়াও
বসন্ত এলো বলে ।
মেরানো, ইটালি
০৪.০৪.২০১৪