কাচুলি,
তোমার অটুট আঁটুনি
পিঠ পশমের ছোয়াতে
আঙুলে কাম কাপুনি।
কাচুলি,
বগলের ভাজ গলে,
কিযে অরুপ রূপ দোলে,
উফফ! অধৈর্য্য আমি।
কাচুলি,
বক্ষ বিদীর্ণ গিরিজল
লেপ্টানো শাড়ির আঁচল
বুক জুড়ে শৈল্পিক সাজ।
কাচুলি,
খাজে খঞ্জরের খোচায়
গড়ানো মাতাল উষ্ণতা
আহ! স্পর্শের গন্ধে।
কাচুলি,
পূজ্য পঙ্কিল পাজরে
মোহিত পুলক আঁচড়ে,
খেই হারানো পথিক।