হাইকু গুচ্ছ--১০


ঠোনকো ঠেলা
ঠাকুরপো ঠাপায়,
বৌঠান ঠোঁটে।

দুয়ারে ডাকে
পরকীয়া পড়শী,
গোপনে ঘরে।

কোলেতে বসে
ঝাপটে ধরে রেখো,
তৃষ্ণার্ত ঠোঁটে।

খোপায় টেনে
হঠাৎ খাটে ফেলে,
দন্তে আদর।

কাধেতে উরু
চেপে ধরে অধোর,
কামুক বাকে।