আজ বৃষ্টি এলে
রেখে দেব,
তার অবিরাম
টুপটুপ সবটুকু।  

মিনতি রইলো,
তুমি রঙধনু হয়ে
এসো না আর কোনদিন
আমার আকাশে।

তাহলে আমি
ছিনিয়ে নেব,
স্বপ্নীল শূন্যতার
সাত রঙ।

তবে কি দেবে,
আমায় ফিরায়ে ?