আদিম কবি
..................

জীবনে দেখেছি তাকে
কেবলই একপলক,
এতটা স্বচ্ছ ছিলো যে
গুটিয়েছিলাম নিজের মাঝে।

দেখার মতো তাকে দেখেছি
প্রতিটা ভাজে ভাজে,
লজ্জারাঙা গাঁথুনিতে,
আদিম কবির মতন।

কেন যে মনে হলো
আবেশি তার চোখে,
নাবলা অবলা কথনে
অজানা প্রেম জেগেছে।

থেমে থেমে মনে হলো
আমিও কি তার প্রেমে!
থেকেথেকে হাবুডুবু
অনুরাগী  অনুরণনে।

আলোকন ঐ লোচনে
এ কোন মায়ার বর্ষণে,
আরাধ্য মরমী মন্দিরে
এখনো সে, আমার সেই।