তুমি আমার বন্ধু হবে ?
আমি ভালো খেলতে পারি ফুটবল
আমি প্রিয়জনের সাথে
করি না কখনো ছল,
আমি নই খুব দুর্বল ।
তবে, দুর্বলতা আছে, সেটা ভালোবাসায় ।
এখন আমার চোখ শুধু তোমার দিকে তাকিয়ে
তুমি ও তো আজ ভরা যৌবনা
যেমনটা আমি--
তুমি কি জানো ?
এই বয়সটাই জীবনের সবচেয়ে দামী ।
বন্ধু হলে তোমাকে গান শোনাবো
তোমাকে নিয়ে সাঁতার কাটবো,
তালপুকুরে বহুক্ষন ।
সাঁতারের ঢেউয়ে প্রিয়তমা নীলপদ্ম
আছড়ে পড়বে, সুদর্শন লালপদ্মের বুকে ।
তাদের ভালোবাসা দেখে
তোমার চোখ ও লাল হয়ে যাবে,
মৃদু ভালোবাসায়, খানিকটা লজ্জায় ।
আমাকে হয়ত পরে গালিই দিবে,
দিও, তাতে ক্ষতি নেই ।
তবে পদ্মফুলের ভালোবাসাই
একটু না হয় তালিই দিও ।
আমি ভালো দৌড়াতে পারি
দৌড়াতে দৌড়াতে উড়তে ও পারি কিছুক্ষন ।
তুমি আমার বন্ধু হলে,
আমি উড়াটা শিখে নিব দ্রুত ।
উড়ে নিয়ে যাবো তোমাকে ঝড়ের বেগে
তোমাকে দেখাবো--
ঝড়ে মানুষের কতটা কষ্ট হয় ।
যুদ্ধ দেখাতে ও নিয়ে যেতে পারি
যদি তুমি চাও,
কতটা কষ্টে থাকে মানুষ,
দেখে নিবে তুমি নিজ চোখে ।
তোমাকে দারিদ্র্যের দেশে নিয়ে যাবো,
দেখবে দারিদ্র্য মানুষকে কতটা মহান করে ।
তোমাকে প্রতিটি দেশে, প্রতিটি জায়গায় নিয়ে যাবো ।
তুমি চাইলে, প্রতিটি বাড়ি-বাড়ি--
দেখবে কাকে বলে ক্ষুধা-কষ্ট,
কাকে বলে মহামারী ।
প্রিয় একবিংশ শতাব্দী
আমার মতো তোমারো তো বয়স ১৮ এখন (২০১৮)
বন্ধু বলে হাত বাড়িয়েছি-
ফিরিয়ে দিও না ।
বন্ধুদের ফিরিয়ে দিতে নেই ।
...............
২০১৮ সালের লেখা...