এই বঙ্গদেশে কোটি ফুল ফোটে—জ্বলে তারা সহস্র নক্ষত্র,
সেই ফুল যত ফোটে ঝড়ে যায় রৌদ্র তাপে অস্ত্রের উল্লাসে;
সজীবতা শোষণে যে মালি করে কোল খালি, কাননে এ হ্রাসে;
যেখানে ফুটবে ফুল সেখানে নিষিদ্ধ কূল বিষাক্ত সে গোত্র
সেখানে ধারালো অস্ত্র কসাই ন্যায় সে ব্যস্ত মন যত্রতত্র;
সেখানে শোভিত হচ্ছে মেশিনগানের ধোঁয়া, দুর্গন্ধ বাতাসে;
সেখানেই দুর্নীতির লুটপাট, প্রতারণা মুক্ত মনে হাসে;
সেই অস্ত্রের উল্লাসে নিমজ্জিত হয়ে যায় পতন নক্ষত্র,
হয়তো বা কোন ফুল ফোটে আছে বিচ্ছিন্নের অন্ধকার ঘরে;
সেখান থেকে ঘ্রাণিত সুগন্ধি ছড়িয়ে আসে আবদ্ধ বাতাসে;
হয়তো সুগন্ধ কোন মহা সৌরভের স্পর্শ জাগরণে পরে,
বিকশিত হয়ে আছে কঠিন কোন সমাজে এ আত্ম বিশ্বাসে;
আজ যত কোটি ফুল ফোটে ঝড়ে যায় এই বঙ্গদেশে তীরে;
সে ফুলের মাঝে তুমিও-আমিও ফুল এই বঙ্গদেশে নীড়ে।

২৭ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
১৪ ডিসেম্বর ২০২৩ ইংরেজি