তুমি যাবে ভাই মোর ওই দূর দেশে,
সেথা মোর পূর্ণ জন্ম ভূমি ধন্য বেশে।
বঙ্গে রঙ্গ দেখে নব রাঙা রবি হাসে,
স্নিগ্ধ ছায়া তটে তুমি রবে এক পাশে।
কত হাসি রাশি রাশি ফুল কলি ফোটে,
ফুলে ফলে মধু রসে অলি উড়ে ছুটে।
পাখি উড়ে দলে-দলে, যায় খাদ্য খোঁজে,
চাষী ধরে হাল, সবে নিজ নিজ কাজে।
ধেনু ডাকে হাম্বা ধোলা ছুটে দূর মাঠে,
খোকা খুকি ঘোর মনে বসে আছে পাঠে।
গাঁয়ে গাঁয়ে আলা পথে মেয়ে বধু দল,
কটি চেপে লয়ে যায় হাড়ি ভর্তি জল।
ঘরে ঘরে কাজে ব্যস্ত সবে প্রাতঃ-সাঁঝে,
সুখে থাকা স্বপ্ন জয়ে আছে বিশ্ব মাঝে।
রচনা সময়কাল : ২৫ জানুয়ারি ২০২৩ সাল
(চতুর্মাত্রিক কবিতা)