জীবনের হিসাবটা করে নাও ভাই,
আপনের হিসাবটা বুঝে দাও তাই।
লেনদেন হিসাবটা ঠিক থাকে যদি,
আগমনী দিনগুলো সুশ্রী হবে নদী।
ত্যাগেই প্রকৃত সুখ জীবনে সহায়,
লোভের ফান্দেই জীব কান্দে হায়!
নিচ্ছি তবে নিচ্ছি যদি হিসাব মিলাই,
ঋণের বোঝায় হায়! মিলাতে না পাই।
কারণে অকারণে যে বিপদ আসন্ন,
ভুলের ভুলেই সুখ হয়েছে বিপন্ন।
নিতে গেলে দিতে হয়, মনে সন্ধি নাই,
এই কথা ভুলে গেছি মোরা সবে তাই।
পঞ্চভূতে সৃষ্টি এই মোদের জীবন,
এ ধরণীতে তবু করি শোষণ শাসন।
যা পেয়েছি সবে নিচ্ছি সুখে এ জীবন,
দিচ্ছি বা কী ঈশ্বরকে? কভু নাই মন।
কত দেনা হচ্ছে কেউ বুঝে না মনন,
ঋণের বোঝাই পাপ বেড়েছে চলন।
দুই হাত জুড়ে নিতে ভালো লাগে দান,
প্রতিদানে কৃপণতা, দিতে কান্দে প্রাণ।
মানের হুঁশেই জন্ম হয়েছি মানুষ,
ধন জন সম্পদের মায়ায় বেহুঁশ।
মানুষ হলো না তবে মনুষ্যত্ব গেলে,
পশুর জীবন লয়ে পশুত্বের দলে।
ব্যথা দিয়ে সুখ খুঁজি মানব জীবনে,
সুখের কথায় ঈর্ষা করি যে গোপনে।
ছল চাতুরীর, পাশা খেলা হই মত্ত,
জীবনের গড় অর্থে নাহি জানি সত্য।
স্বার্থ লোভে পর অর্থে, অন্ধ হয়ে যাই,
জয় পরাজয় ভেবে কোন পথ নাই।
রচনা : ২৪/০৮/২৩